• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জের ৩১৫ জন হতদরিদ্রদের মাঝে গরু বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের ৩১৫ জন হতদরিদ্রের মাঝে ৩১৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম ও জামালপুর জেলার হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ‘কাজ’ প্রকল্পের উদ্যোগে এসব গুরু বিতরণ করা হয়।

মাদারগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে ৩ ডিসেম্বর বিকেলে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর। অনুষ্ঠানে সভাপত্বি করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহা পরিচালক খলিল আহমেদ।

পরে ৩১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে গরু বিতরণ করা হয়।

জানা যায়, মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ২ হাজার ২০৫টি গরু বিতরণ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর