• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগ‌ঞ্জ‌ে শিক্ষকদের বে‌সিক আই‌সি‌টি প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

জামালপুর জেলার মাদারগঞ্জ উপ‌জেলার এম‌পিওভুক্ত শিক্ষকবৃ‌ন্দের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপ‌জেলার বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের ২৪ জন নির্বা‌চিত শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষ‌ণে অংশ নেন।

 

সরকা‌রের শিক্ষা মন্ত্রণাল‌য়ের ব‌্যান‌বেইস আওতায় শিক্ষক‌বৃ‌ন্দের দক্ষমানব সম্পদ এ রুপান্তর প্রয়া‌সে মাদারগঞ্জ উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিস এর ক‌ম্পিউটার ল‌্যা‌বে পাঁচ‌দিনব‌্যাপী এ প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হয়। ব‌্যান‌বেইস এর প্রশিক্ষকবৃ‌ন্দের তত্ত্বাবধা‌নে উপ‌জেলার নি‌শ্চিন্তপুর আ‌লিম মাদ্রাসা, গিয়াসউ‌দ্দিন উচ্চ বিদ‌্যালয়, খা‌লেকুনন্নেসা একা‌ডে‌মি,‌ তেঘ‌ড়িয়া শহীদ আলী স্কুল এন্ড ক‌লেজসহ স‌তের‌টি (১৭) শিক্ষা প্রতিষ্ঠা‌নের ২৪ জন শিক্ষকবৃন্দ প্রশিক্ষ‌ণে অংশগ্রহণ ক‌রেন।

 

উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকতা আইনুন ইসলাম এর সভাপ‌তি‌ত্বে সমাপ‌নি প‌র্বে সহকারী শিক্ষক শশী আক্তার বক্তব‌্য ব‌লেন, এ প্রশিক্ষণ ক‌ম্পিউটার সম্প‌কে মৌলিক থারণা লাভ সম্ভব হয়ে‌ছে যা আমা‌দের মা‌ল্টি‌মি‌ডিয়া ক্লাশ প‌রিচালনায় য‌থেষ্ঠ সহায়ক হ‌বে তাছাড়া প্রশিক্ষ‌ণ দিন বৃ‌দ্ধির অনু‌রোধ ক‌রেন।

 

প্রশিক্ষ‌ণের সমাপ‌নি অনুষ্ঠা‌নে (পঞ্চম দি‌নে) প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থে‌কে মাদারগঞ্জ উপ‌জেলা নিবাহী কর্মকর্তা মো আ‌মিনুল ইসলাম সনদপত্র ‌বিতরণ ক‌রেন এবং ডি‌জিটাল বাংলা‌দেশ নির্মা‌ণে ল‌্যাপটপ/ডিভাইস ক্রয়পূর্বক প্রশিক্ষ‌ণের বিষয় অনুশীলন এবং কন‌টেন্ট, প্রেজেন্টশন মাধ‌্যমে ক্লাশ নেওয়ার আহব্বান জানান।

তিনি আ‌রো ব‌লেন,উপ‌জেলার ব‌্যান‌বেইস এর প্রশ‌িক্ষণ আধু‌নিক সমৃদ্ধ ল‌্যা‌বে আগামী‌তেও ব‌্যাপক প‌রিস‌রে আ‌য়োজন হ‌বে । সমাপ‌নি অনুষ্ঠা‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার সা‌বে‌রি সার‌মিন ও প্রশিক্ষণবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর