• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মার্কিন যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা অনুমোদনের সুপারিশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা জরুরি পরিস্থিতিতে প্রয়োগের ব্যাপারে অনুমোদনের সুপারিশ করেছে দেশটির বিশেষজ্ঞ দল। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স।
বৃহস্পতিবার দেশটির ওই বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার জরুরি ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করেছিলেন। এর পরদিনই দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়। সেই সময় মডার্নার টিকা অনুমোদনের পক্ষে ভোট পড়ে ২০টি। উপদেষ্টাদের মধ্যে এক জন ভোট দেয়া থেকে বিরত থাকেন।

মডার্নার টিকা অনুমোদনের সুপারিশ নিয়ে চিন্তাভাবনা করছে এফডিএ। অনুমোদন পেলে সামনের সপ্তাহেই টিকাটি বিতরণের কার্যক্রম শুরু করবে যুক্তরাষ্ট্র।

এফডিএর অনুমোদন পাওয়ার পর এই টিকার ২০ কোটি ডোজ কেনার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৬০ লাখ ডোজ দেশটিতে দ্রুত বিতরণ করা যাবে।

চলতি সপ্তাহের শুরুতে টিকা বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানায়, মডার্নার টিকা নিরাপদ ও করোনা রোধে ৯৪ শতাংশ কার্যকর। এর পরপরই টিকাটির অনুমোদনে ভোট নেয়া হয়।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এ সপ্তাহের শুরুতে তিন লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে দেশটি।

পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ১৭ হাজার ৯২৮ জনের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর