• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মাস্ক না পরায় টাঙ্গাইলে ২২ পথচারীকে জরিমানা, ৫০০ মাস্ক বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

করোনাভাইরাস ওমিক্রন সংক্রমণরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে টাঙ্গাইলে মোট ২২ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে টাঙ্গাইল সদরে ৮ জন ও ভূঞাপুর উপজেলায় ১৪ জন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইল পৌর শহরে বিকালে ও ভূঞাপুর উপজেলায় দুপুরে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
 
টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন। এ সময় ৮ পথচারীকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পাঁচ শতাধিক পথচারীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।


সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণে বাধ্য করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
এদিকে, ভূঞাপুরে ১৪ জন পথচারীকে জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, করোনা ওমিক্রন সংক্রমণরোধে সকলকে স্বাস্থ্যবিধি মানাতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক না পরার অপরাধে ১৪ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর