• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মীরা পাগলের ২১৫তম ওরশ মির্জাপুরে অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দূল্যা বেগম গ্রামে ২১৫তম মীরা পাগলের মাজার শরীফে ৩দিন ব্যাপি বাউল গানের শেষ রজনীতে বাউল গান প্রেমী ও মীরা পাগল ভক্তদের গানে মাতোয়ারা করলেন প্রখ্যাত বাউল শিল্পী আব্দুল লতিফ সরকার ও জালাল উদ্দিন সরকার।

গত (২৮ ফেব্রুয়ারি) রাত সারে দশটায় মীরা পাগলের মাজার শরীফ দরবার প্রাঙ্গণে এই গানের আয়োজন করেন।

মীরা পাগলের মাজার শরীফ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মহেড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. বাদশা মিয়া, মির্জাপুর কলেজের সাবেক (ভিপি) মো. আবু সাইদ মিয়া, কলেজ শাখার সভাপতি মো. মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের ও সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত ছিলেন।

ভাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বলেন, প্রতি বছর মীরা পাগলের মাজার শরীফে বাউল গানের আয়োজন করে থাকে। বাউল গান হচ্ছে গ্রাম বাংলার মানুষের গান। ২১৫তম আসরের শিল্পীদের গানের মাধ্যমে যদি কেউ কোন মানুষ শিক্ষা নিতে পারে তাহলে এই মাজার কমিটির স্বার্থকতা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর