• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মুজিব শতবর্ষে কাজিপুরে ঘর পাচ্ছে ৩৫ গৃহহীন পরিবার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১  

মুজিব শতবর্ষে জমিসহ ঘর পাচ্ছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  ৩৫ টি দরিদ্র পরিবার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীন  ছিন্নমূল পরিবারগুলো  এসব ঘরে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে।

 

 শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে জমিসহ ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কাজিপুর উপজেলা প্রশাসন গতকাল (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির নানাদিক তুলে ধরেছেন।  

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুই শতাংশ জমিসহ প্রতিটি ঘর হস্তান্তর করা হবে প্রকৃত গৃহহীন পরিবারগুলোর মাঝে। ইতোমধ্যে তাদের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই করে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এতে উপজেলার  সোনামুখী ইউনিয়নের ৩ টি চালিতাডাঙ্গা ইউনিয়নের ৯ টি, মাইজবাড়ী ইউনিয়নের ১৪ টি, গান্ধাইল ইউনিয়নের ৫ টি এবং কাজিপুর সদর ইউনিয়নের ৪ টি পরিবার ঘর পাচ্ছে। 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ইতোমধ্যে ঘরগুলো হস্তান্তরের জন্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর