• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের বই ও শিক্ষা উপকরণ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ মে ২০২১  


আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ও শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের সদর উপজেলার চৌরাকররা গ্রামে অর্ধ শতাধিক শিশুদের মাঝে বিভিন্ন ধরনের বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সোহাগ, বাতিঘর আদর্শ পাঠাগারের পরিচালনা পরিষদের সদস্য আলামিন বাবু, সাইফুল ইসলাম, মনসুর হেলাল প্রমুখ। গ্রামে শিশুদের মননশীল চিন্তার উন্নয়ন ও শিক্ষামুখী করতে সিসিবি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে বিগত ২০১০ সালে (২১ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে “বাতিঘর আদর্শ পাঠাগার।”

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর