• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহ পোস্ট অফিসে সঞ্চয়ী ফরম সংকট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের মেলান্দহে ডাক বিভাগে ব্যাংকের গ্রাহকদের টাকা জমাদানের  এসবি-৮ ফরম সংকট চলছে দীর্ঘদিন থেকে। 

 

গ্রাহক আব্দুল্লাহ জানান-প্রতিমাসে আমরা টাকা জমা দিতে এসে ফরম সংকটে পড়ি। পোস্ট অফিস থেকে নমুনা ফরম নিয়ে মেলান্দহ বাজারে ১০ টাকা গাড়ি ভাড়া দিয়ে ফটোকপির মাধ্যমে টাকা জমা দিতে হচ্ছে। তবে দুর্ভোগ লাগবে পোস্ট মাস্টার কিছু ফরম আগে থেকেই ফটোকপি করে রাখেন। 

 

প্রায়ই পোস্ট অফিসের কর্মচারির মারফত দোকান থেকে ফটোকপির ফরম সংগ্রহ কালে বিষয়টি সাংবাদিকদের নজরে পড়লে ৫/৬ মাস যাবৎ ফরম সংকটের কথা ওঠে আসে।

 

এ ব্যাপারে মেলান্দহ সাবপোস্ট মাস্টার এটিএম সরোয়ার জাহান তোতা জানান-প্রতিমাসে এক-দেড় লাখ টাকা সঞ্চয়ী হয়। 

 

ফরম সংকটের বিষয়ে তিনি বলেন-একদিকে রাষ্ট্রীয় কাজের সহায়তা অপরদিকে জনদুর্ভোগ লাগবে নিজের অর্থেও ফরমগুলো বাইরে থেকে ফটোকপি করে সাপ্লাই দিচ্ছি। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর