• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

প্রাণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গায়ে জ্বর থাকায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি।

সোমবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বিকেল ৫টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এমস) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। 

গত ৪ মার্চ সস্ত্রীক করোনার টিকার প্রথম ডোজ নেন মনমোহন সিং। এ দম্পতি টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কি-না তা জানা যায়নি। খবর এনডিটিভির।

মনমোহন সিংয়ের বয়স ৮৮ বছর, যে কারণে তার ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতের সাবেক এ প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে রাজনীতিবিদ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর