• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান বিষয়ক কর্মশালা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

জামালপুরের মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক একদিনের কর্মশালা ১৮নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

জামালপুরের মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক একদিনের কর্মশালা ১৮নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

জামালপুরের মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক একদিনের কর্মশালা ১৮নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

 

বাংলাদেশ সরকার ও ইএনডিপির আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান ইউএসডিও এবং কোয়েল যৌথভাবে এর আয়োজন করে। 

 

বিধবা-তালাকপ্রাপ্ত-স্বামী পরিত্যাক্ত-হতদরিদ্র দু’শ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়। চামড়া শিল্পে দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেছা মনি কর্মশালার উদ্ধোধন করেন। ইউএনডিপির প্রতিনিধি আমির আলী, মাহমুদ হোসেন, ইএসডিও’র প্রতিনিধি শহিদুল্লাহ, আব্দুল হাকিম, কোয়েল এনজিও’র প্রতিনিধি ইমরান নাজমুল ও উমর ফারুক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক একাত্তর টিভির প্রতিনিধি মো. শাহ্ জামাল এতে বক্তব্য রাখেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর