• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

মেলান্দহে নারীর প্রতি সহিংসতা প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০  

জামালপুরের মেলান্দহে ধর্ষণ-নারীর প্রতিসহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ৮অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। শহিদ সমর থিয়েটার, টুপকারচর, জালালপুর থিয়েটার, সার্চ মানবাধিকার সোসাইটি, পুর্ণিমা সমাজ উন্নয়ন সংস্থা, তারুণ্য সোশ্যাল অর্গানাইজেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এর আয়োজন করে। মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদ গোল চত্বরে শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান, প্রখ্যাত নাট্যকার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য আসাদুল্লাহ ফারাজী, গ্রাম থিয়েটারের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম লেবু মাস্টার, শহীদ সমর থিয়েটারের সভাপতি আবুল মনসুর খান দুলাল, সাবেক সভাপতি আব্দুল্লাহ মোল্লা, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, টুপকারচর থিয়েটারের সভাপতি মমিুল ফারাজী, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, সার্চ মানবাধিকার সোসাইটি জামালপুর জেলা শাখার সভাপতি নূরুল্লাহ, পুর্ণিমা সমাজ উন্নয়ন সংস্থার উপনির্বাহী পরিচালক মেহেদী হাসান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর