• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিডি কার্ড বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের অধীনে ২০২১-২২ অর্থ বছরের বরাদ্দকৃত ২ বছর মেয়াদী ভিজিডি কার্ড দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নের অর্ন্তগত স্কুল এ্যান্ড কলেজ মাঠে ২৯৬টি উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়। ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।

উক্ত কার্ড বিতরণী অনুষ্ঠানটি উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন মনির। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,ভাটারা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান দুলাল,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম,রোজিনা বেগম,সৌরভী বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভাটারা ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক সিফাতুুজ্জামান সিফাত। অনুষ্ঠানে ইউপি সদস্য/সদস্যা, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নের ২ হাজার ৪’শ ৫০ জন উপকার ভোগীদের কার্ড দেয়া হবে। প্রতি উপকারভোগী প্রতিমাসে ৩০ কেজি করে প্যাকেট চাল পাবেন। প্রতি মাসে উপজেলার মোট ৭৩ হাজার ৫’শ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর