• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে ভিজিএফ’র চা’ল কম না দিতে শতর্কবার্তা জারি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

জামালপুরের মেলান্দহে ভিজিএফ’র চাল ওজনে কম না দিতে চেয়ারম্যানদের শতর্কবার্তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। ২১ জুলাই কুলিয়া, নাংলা ও ঘোষেরপাড়া ইউনিয়নে ভিজিএফ’র চা’ল প্রদানকালে সরেজমিন তদন্তে ওজনে কম দেয়ার বিষয়টি প্রশাসনের নজরে আসলে এই পদক্ষেপ নেয়া হয়। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান-এই তিনটি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণকৃত চা’ল নিরীক্ষণকালে ওজনে কম দেয়ার বিষয়টি ধরা পড়ে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও তামিম আল ইয়ামনি এবং পিআইও আঃ রাজ্জাক চা’ল বিতরণে মনিটরিংকালে এটি প্রমানিত হয়। 

 

পিআইও আঃ রাজ্জাক জানান-চলতি বন্যা মোকাবেলায় ৫.৭৫ মে.টন চাল বরাদ্দ পাওয়া যায়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-ট্যাগ অফিসারের উদাসীনতায় হতদরিদ্রদের চা’ল ওজনে কম দেয়ার বিষয়টি ধরে নেয়া যায়। এ ক্ষেত্রে অনিয়ম রোধে এবং সম্পূর্ণ নিয়মের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদেরও একই পত্র জারি করা হয়েছে। পত্রে ডিজিটাল ওজন যন্ত্রের সাহায্যে চা’ল বিতরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

 

এ ব্যাপারে কুলিয়া ইউপি চেয়ারম্যান আঃ সালাম, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল এবং ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান জানান-ওজনে কম দেয়ার বিষয়টি পুরোপুরি ঠিক না। বেশি লোকের মধ্যে চা’ল বিতরণকালে সামান্য ওজন হেরফের হ’তে পারে। এর অর্থ দুর্নীতি-অনিয়ম নয়। তবে আমরাও স্বচ্ছতার বজায় রাখতে সবারই সহযোগিতা এবং কাজের স্বাধীনতা চাই। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর