• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহের হাবিবুল্লাহ কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক হলেন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ মার্চ ২০২১  

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ। 

 

তিনি একাধারে শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী। হাবিবুল্লাহ জামালপুর নজরুল একাডেমির অর্থ বিষয়ক সম্পাদক এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সম্পাদক।

 

 তিনি জেলার ইসলামপুরের পূর্ব বামনা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সমশের আলী, মাতার নাম ফাতেমা বেগম। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন হাতেখড়ি। 

 

এরপর গুঠাইল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি-এইচএসসি এবং জামালপুর আশেক মাহমুদ কলেজ বিশ^বিদ্যালয় থেকে বিএ-এমএ পাশ করেন। 

 

তিনি ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। 

 

কর্মময় জীবনে তিনি বিএড-এমএড ডিগ্রি সম্পন্ন করেন। ইংরেজি বিষয়ের উপর বিশেষ দক্ষতার দরুণ তিনি ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে ইংলিশ ইন একশন সম্পন্ন করেন। 

 

এ ছাড়াও তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে ভিয়েতনাম গমনের সুযোগ পেয়েছেন। পেশাগত দক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর