• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) কার্যক্রম নিয়ে জামালপুরের বকশীগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদর চর গ্রামে এ নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম জামশেদ খোন্দকার। 

 

প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হুসনা তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার। 

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার সার্বিক তত্ত¡াবধানে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের সক্ষমতা বৃদ্ধি করা, তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। 

 

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) ও দুইজন সহকারী তথ্য সেবা কর্মকর্তা বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করার জন্য তথ্য নিয়ে আলোচনা করছেন। 

 

উঠান বৈঠকে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ইন্টারনেটের মাধ্যমে সেবা প্রদান, নারীর ক্ষমতায়ন , সরকারি পরিষেবা নিয়ে আলোচনা করা করা হয় একই সঙ্গে উপস্থিত নারীরাও তাদের উন্মুক্ত বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর