• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যাদুকর ছানোয়ার হোসেন আপনের চির বিদায়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

শাহ্ মনি যাদু একাডেমি এবং আন্তর্জাতিক যাদু সংগঠনের সদস্য ছানোয়ার হোসেন আপন মারা গেছেন। ইন্নানিল্লাহি....রাজেউন। তিনি বুধবার সকাল ১০টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন-আপন ঢাকার গাজীপুরে থাকতেন। আগের দিন প্রশ্রাব বন্ধ হয়। দ্রুত হাসপাতালে ভর্তি করলে রাতেই অপারেশন করা হয়। পরদিন সকাল ১০টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। বাল্যকালেই তিনি যাদু বিদ্যা রপ্ত করেন। তিনি বিটিভি, আরটিভি, মোহনা টিভি, চ্যানেল আইসহ বহুদেশে যাদু প্রদর্শন করতেন। আপনের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

 

যাদুকর আপনের জন্মস্থান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার জালালপুর গ্রামে। পিতার নাম সিরাজ শেখ এবং মাতার নাম মালেকা বেগম। আপনের পৈত্রিক নিবাস রংপুরের নাগেশ^রি গ্রামে। পিতার ব্যবসায়িক সূত্রে মেলান্দহের জালালপুরে স্থায়ী বাসিন্দা হন। তার বংশের আব্দুল কাইয়ুম ইন্ডিয়ার আসাম রাজ্যের প্রাক্তন সংসদ সদস্য। যাদু প্রদর্শনের পাশা পাশি তিনি গ্রামীণ ফোন কোম্পানীতে কর্মরত ছিলেন। আপনের নিজগ্রাম জালালপুর থিয়েটারের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। তিনি রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ, গাজ’ীপুরসহ বিভিন্ন জেলায় মঞ্চ নাটকের অভিনয় করতেন। মৃত্যুকালে তিনি মাতা-স্ত্রী ও এক সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে যান। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর