• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যুদ্ধাপরাধী ছাড়া সকল দল আমন্ত্রণ পাবে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে উপলক্ষে যুদ্ধাপরাধী ছাড়া সব দলকে আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবগুলোকে সম্মেলনে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হবে। শুধুমাত্র যুদ্ধাপরাধীদের দলকে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। এ সম্মেলনের মধ্যে দিয়ে দলের সভাপতি ছাড়া অন্য পদগুলোতে পরিবর্তন হয়ে নতুন নেতৃত্বের ধারকরা দায়িত্বভার নিবে। 

 

মাহাবুবউল আলম হানিফ বলেন, দলের নেতৃত্বের কিছু পরিবর্তন হবে। তবে সে বিষয় একমাত্র প্রধানমন্ত্রী জানেন। দলের কার্যক্রমের দায়িত্ব পেয়েও যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা হয়তো নাও থাকতে পারে। ২০২০ সালে মুজিববর্ষ পালন করা হবে এজন্য বিদেশি কোনো অতিথি এবারের সম্মেলনে থাকছে না।

 

আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, সম্মেলনে অতিথিদের জন্য আওয়ামী লীগের মনোগ্রাম দিয়ে ছাপানো ২৫ হাজার পাটের ব্যাগ দেয়া হবে। পাটের ব্যাগের মধ্যে থাকবে একটি প্যাড, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তৈরি করা অ্যালবাম, একটি কলম, দুই পিস চকলেট ও পানি। যাদের ডায়াবেটিস আছে চকলেটটি তাদের উপকারে আসবে। 

 

এ সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের ‘ওয়েবপেজ’ উদ্বোধন করা হয়েছে আরো আগেই। ওয়েবপেজটিতে আওয়ামী লীগের সম্মেলনের সবকিছু পাওয়া যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর