• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

“যুদ্ধাপরাধীরা ধর্ম ব্যবসার নামে মানুষকে বিভ্রান্ত করছে”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০  

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি যুদ্ধাপরাধী, রাজাকার, আল বদর, আল সামস ও তাদের সন্তানরা ধর্ম ব্যবসার নামে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা দিচ্ছে। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী স্বাধীনতাবিরোধীদের মুক্তিযুদ্ধের চেতনা দিয়েই প্রতিহত করা হবে।

তিনি ২৬ ডিসেম্বর দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া মুক্তি সংগ্রাম জাদুঘরের নবনির্মিত অতিথিনিবাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মির্জা আজম এমপি আরও বলেন, ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার জন্য হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মেনে নিতে পারছে না বলেই আজ তারা ধর্মের নামে মিথ্যা দোহাই দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। অথচ মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে তাদের পূর্বে সকল জাতির পিতার ভাস্কর্য মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র মো. শফিক জাহেদী রবিন, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, সদস্য হাজি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপাপ্ত) মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান মন্টু প্রমূখ।

১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে এই অতিথিনিবাস নির্মাণ কাজ বাস্তবায়ন করে জামালপুর জেলা পরিষদ। পরে অতিথিরা অহসায়-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর