• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যে কারণে সম্প্রচার বন্ধ হলো এসএ টিভি ও চ্যানেল নাইনের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ মে ২০২১  

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

 

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বৃহস্পতিবার রাত থেকে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ দেয়া হয়েছে।

 

বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, বিল পরিশোধ করা হলে আবার চালু হবে চ্যানেল দুটি।

 

জানা গেছে, এসএ টিভিকে ঈদের আগেই বিল পরিশোধের জন্য চিঠি দেয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।  ফলে বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিসিএসসিএল। 

 

এসএ টিভি চালু, অপেক্ষায় চ্যানেল নাইন 

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ করায় এসএ টিভির সম্প্রচার চালু করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বেসরকারি দুটি চ্যানেল অল্প কিছু টাকা বকেয়া রেখেছিল। এজন্য সম্প্রচার বন্ধ করা হয়। এরই মধ্যে এসএ টিভি বকেয়া পরিশোধ করায় দুপুরে সম্প্রচার চালু করে দেয়া হয়েছে।

 

এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন বলেন, আমরা বকেয়া পরিশোধ করেছি। আমাদের সম্প্রচার চলছে।

 

এদিকে চ্যানেল নাইনের বিষয়ে শাহজাহান মাহমুদ বলেন, চ্যানেল নাইন কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। রোববার সকালের মধ্যে চ্যানেল নাইনও চালু করে দেয়া হবে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে দেশীয় সব টেলিভিশন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর