• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যে দেশগুলোতে সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হয়!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ মে ২০২০  

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী মুসলমানদের রোজার রাখার জন্য সুবহে সাদিক (ফজরের নামাজের কিছুটা আগে) থেকে সূর্যাস্ত  (মাগরিবের নামাজ) পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়।

 অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে থেকে সূর্যাস্ত পর্যন্ত সব রকম খাদ্য ও পানীয় পান করা থেকে বিরত থাকেন ইসলাম ধর্মের রোজাদার মানুষেরা।

 

পবিত্র সিয়াম সাধনার মাস এই রমজানে যে যেখানে আছেন অনেকে রোজা রাখছেন। রোজা জন্য দিনের নির্দিষ্ট সীমা রেখা থাকলেও ঠিক কত ঘণ্টা পানাহার পরিহার করবে এমন কোনো সময় বাধা নেই। দেশ ও অঞ্চলের ভৌগলিক অবস্থানের ভিত্তিতেই এ সময় নির্ধারিত হয়। 

 

তাই তো দেখা যায়, কোনো কোনো দেশে বেশি সময়, আবার কোনো কোনো দেশে কম সময় রোজা রাখতে হয়। সে দিক থেকে এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে রাশিয়ার মুসলমানদের।

 

রাশিয়ার মরমেন্স্কে বর্তমানে পাঁচ ঘণ্টার কম সময় অন্ধকার থাকে। এখানে সূর্য উঠে ২ টা ১৬ মিনিটে।  দেশটিতে প্রায় ১৯ ঘণ্টার বেশি সময় ধর্ম প্রাণ মুসল্লিদের রোজা করতে হচ্ছে। ২৪ এপ্রিল শুক্রবার প্রথম রোজা পালন করেছে রাশিয়ার মরমেন্স্ক এর মানুষ। তারা এদিন ১৯ ঘণ্টা ১৩ মিনিট ধরে রোজা রেখেছে।

 

এর পরে আছে আইসল্যান্ড, দেশটির মুসলিমরা ১৮ ঘণ্টা ১৪ মিনিট রোজা থাকছে। রাশিয়ার মস্কো শহরের বাসিন্দারা ১৭ ঘণ্টা ১৭ মিনিট, ভারতের দিল্লিতে ১৪ ঘণ্টা ৩৩ মিনিট, দুবাই ১৪ ঘণ্টা ২২ মিনিট, নিউ ইয়র্ক ১৫ ঘণ্টা, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৫৭ মিনিট রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা।

 

দেখে নিন বিশ্বজুড়ে উপবাসের সময়গুলো :

 

- নিউউক, গ্রিনল্যান্ড: ২০ ঘন্টা

 

- ওসলো, নরওয়ে: ২০ ঘন্টা

 

- হেলসিঙ্কি, ফিনল্যান্ড: ২০ ঘন্টা

 

- স্টকহোম, সুইডেন: ১৯ ঘন্টা

 

- বার্লিন, জার্মানি: ১৯ ঘন্টা

 

- অটোয়া, কানাডা: ১৭ ঘন্টা

 

- কোপেনহেগেন, ডেনমার্ক: ১৮.৫ ঘন্টা

 

- ওয়ার্সা, পোল্যান্ড: ১৮.৫ ঘন্টা

 

- লন্ডন, যুক্তরাজ্য: ১৮.৫ ঘন্টা

 

- নূর-সুলতান, কাজাখস্তান: ১৮.৫ ঘন্টা

 

- ব্রাসেলস, বেলজিয়াম: ১৮ ঘন্টা

 

- জুরিখ, সুইজারল্যান্ড: ১৮ ঘন্টা

 

- বুখারেস্ট, রোমানিয়া: ১৭.৫ ঘন্টা

 

- মস্কো, রাশিয়া: ১৭ ঘন্টা

 

- সোফিয়া, বুলগেরিয়া: ১৭ ঘন্টা

 

- প্যারিস, ফ্রান্স: ১৭ ঘন্টা

 

- রোম, ইতালি: ১৭ ঘন্টা

 

- কাবুল, আফগানিস্তান: ১৭ ঘন্টা

 

- মাদ্রিদ, স্পেন: ১৬.৫ ঘন্টা

 

- লিসবন, পর্তুগাল: ১৬.৫ ঘন্টা

 

- অ্যাথেন্স, গ্রীস: ১৬.৫ ঘন্টা

 

- বেইজিং, চীন: ১৬.৫ ঘন্টা

 

- ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র: ১৬ ঘন্টা

 

- পিয়ংইয়াং, উত্তর কোরিয়া: ১৬.৫ ঘন্টা

 

- আঙ্কারা, তুরস্ক: ১৬.৫ ঘন্টা

 

- টোকিও, জাপান: ১৬ ঘন্টা

 

- রাবাত, মরোক্কো: ১৬ ঘন্টা

 

- ইসলামাবাদ, পাকিস্তান: ১ ঘন্টা

 

- তেহরান, ইরান: ১৬ ঘন্টা

 

- বাগদাদ, ইরাক: ১৬ ঘন্টা

 

- বৈরুত, লেবানন: ১৬ ঘন্টা

 

- দামেস্ক, সিরিয়া: ১৬ ঘন্টা

 

- কায়রো, মিশর: ১৫.৫ ঘন্টা

 

- জেরুজালেম: ১৫.৫ ঘন্টা

 

- কুয়েত সিটি, কুয়েত: ১৫.৫ ঘন্টা

 

- গাজা শহর, প্যালেস্তাইন: ১৫.৫ ঘন্টা

 

- নয়াদিল্লি, ভারত: ১৫ ঘন্টা

 

- হংকং: ১৫ ঘন্টা

 

- ঢাকা, বাংলাদেশ: ১৫ ঘন্টা

 

- মাসকট, ওমান: ১৫ ঘন্টা

 

- রিয়াদ, সৌদি আরব: ১৫ ঘন্টা

 

- দোহা, কাতার: ১৫ ঘন্টা

 

- দুবাই, সংযুক্ত আরব আমিরাত: ১৫ ঘন্টা

 

- খার্তুম, সুদান: ১৪.৫ ঘন্টা

 

- আদেন, ইয়েমেন: ১৪ ঘন্টা

 

- অ্যাডিস আবাবা, ইথিওপিয়া: ১৪ ঘন্টা

 

- ডাকার, সেনেগাল: ১৪

 

- কলম্বো, শ্রীলঙ্কা: ১৪ ঘন্টা

 

- ব্যাংকক, থাইল্যান্ড: ১৪ ঘন্টা

 

- কুয়ালালামপুর, মালয়েশিয়া: ১৩.৫ ঘন্টা

 

- সিঙ্গাপুর: ১৩.৫ ঘন্টা

 

- লুয়ান্ডা, অ্যাঙ্গোলা: ১৩ ঘন্টা

 

- জাকার্তা, ইন্দোনেশিয়া: ১৩ ঘন্টা

 

- নাইরোবি, কেনিয়া: ১৩ ঘন্টা

 

- ব্রাসিলিয়া, ব্রাজিল: ১২.৫ ঘন্টা

 

- হারারে, জিম্বাবুয়ে: ১২.৫ ঘন্টা

 

- প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা: ১২ ঘন্টা

 

- ওয়েলিংটন, নিউজিল্যান্ড: ১১.৫ ঘন্টা

 

- বুয়েনস আইরেস, আর্জেন্টিনা: ১১.৫ ঘন্টা

 

- কেপটাউন, দক্ষিণ আফ্রিকা: ১১.৫ ঘন্টা

 

- ক্যানবেরা, অস্ট্রেলিয়া: ১১.৫ ঘন্টা

 

- সান্তিয়াগো, চিলি: ১১.৫ ঘন্টা

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর