• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যে পাঁচ জায়গার ব্যথা কখনই অবহেলা করবেন না!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

অনেকেরই শীতে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হয়। এছাড়া অন্যান্য সময়েও বিভিন্ন কারণে আমাদের শরীরে ব্যথা হতে পারে। তবে খেয়াল করার বিষয় হচ্ছে সেই ব্যথার স্থায়ীকাল। কোনো ব্যথা যদি দীর্ঘদিন থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

কারণ আমাদের শরীরের নানা জায়গায় মাঝে মধ্যেই টুকটাক ব্যথা হয়। তবে অনেক ব্যথা দীর্ঘ সময় থাকলেও আমরা তা গুরুত্ব দিতে চাই না। কিন্তু জানেন কি, এসব ব্যথাই বড় কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। যা ভবিষ্যতে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে! তাই এসব ব্যথাকে মোটেই অবহেলা করা উচিত নয়। চলুন তবে জেনে নেয়া যাক শরীরের যেসব ব্যথা অবহেলা করার নয়-

 

> পিঠের মাঝামাঝি জায়গায় ব্যথা সঙ্গে জ্বর হলে অবহেলা করবেন না। কারণ এটি কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ। কিডনিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও ইউরিন ইনফেকশনের জন্য এ ধরনের ব্যথা হতে পারে।

 

> হঠাৎ করে যদি মাথায় অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয় এবং মাথার ব্যথায় দৃষ্টিশক্তি ঘোলাটে হতে শুরু করে, তবে অবহেলা করবেন না। কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ, কোনো আঘাত, টিউমার ইত্যাদির কারণে মাথায় এ ধরনের অস্বাভাবিক ব্যথা হতে পারে।

 

> ঋতুস্রাব বা মাসিকের সময়ে যদি অস্বাভাবিক পেটে ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি সহজে না কমে, তাহলে বিষয়টি একেবারেই অবহেলা করবেন না। কারণ কিছু গাইনি সমস্যার কারণে ঋতুস্রাব বা মাসিকের সময়ে তীব্র ব্যথা হতে পারে।

 

> আপনার দাঁত ব্যথার মাত্রা যদি এতটাই বৃদ্ধি পায় যে, মাঝ রাতে গভীর ঘুমেও দাঁত ব্যথার কারণে ঘুম ভেঙে যায়, তাহলে দ্রুত দাঁতের ডাক্তার দেখানো উচিত।

 

> তল পেটের ডান দিকে ব্যথা যদি ২৪ ঘণ্টার বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় এবং ব্যথার স্থান যদি ঘন ঘন তল পেটের নানা অংশে ঘোরাফেরা করতে থাকে, তাহলে এটি অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর