• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

রঙ পাল্টানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে বললেন হানিফ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা ক্ষমতার বাইরে থেকে কোণঠাসা হয়ে পড়েছেন। তারা এখন রঙ পাল্টে আওয়ামী লীগের সঙ্গে মিশে দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন। রঙ পাল্টানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

 

তিনি বলেন, বিএনপির নেতারা এখন আওয়ামী লীগে যোগদান করতে চান। তাদের কাছে থেকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল। 

 

মঙ্গলবার বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর পান্থপথে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

 

হানিফ বলেন, খালেদা জিয়ার জামিন হয়নি, এটা নজিরবিহীন ঘটনা নয়। নজীরবিহীন ঘটনা হলো এতিমের টাকা আত্মসাৎ করা। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেন। এজন্য তাকে কারাগারে রেখেছেন আদালত। এখানে সরকারের কোনো কিছু করার নেই। এটা সরকারি কোনো মামলা নয়।

 

স্বাচিপের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণের পাশে থেকে কাজ করুন ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর