• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

রাজধানীর ২৪ স্থানে বসানো হবে কোরবানির পশুর হাট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জুন ২০২০  

রাজধানী ঢাকার ২৪ স্থানে আসন্ন ঈদুল আজহার জন্য কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ইতোমধ্যে এসব হাটের বিপরীতে দরপত্রও আহ্বান করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশন ছয় দিনের জন্য রাজধানীতে এসব পশুর হাট বসার সুযোগ করে দেয়, যাতে নগরবাসী স্বচ্ছন্দে কোরবানির পশু কিনতে পারেন। তবে এবার করোনার কারণে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। গত ঈদুল ফিতরের আনন্দ-উৎসব করোনাভাইরাসের কারণে ফিকে হয়ে গিয়েছিল। এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

 

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪টি স্থানে পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। এগুলো হলো- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এলাকার খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ-সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচরের ইসলাম চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণে বুড়িগঙ্গা বাঁধ পর্যন্ত খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট এলাকার খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা, আরমানিটোলা মাঠ-সংলগ্ন আশপাশের খালি জায়গা, গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ-সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ-সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ-সংলগ্ন ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ড এলাকা, আফতাব নগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি, এইচ এবং সেকশন-১ ও ২-এর খালি জায়গা, আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গা।

 

এদিকে গাবতলী স্থায়ী পশুর হাট ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন দশটি স্থানে কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। এগুলো হলো- উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাব নগর) ব্লক-ই সেকশন-৩ এর খালি জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কের পাশে পুলিশ লাইন্সের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ওয়ার্ড ৬-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গার পাশের খালি জায়গা ও ভাসানটেক সড়কের খালি জায়গা।


দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর