• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রেজাল্ট সিস্টেম থেকে বাতিল হচ্ছে জিপিএ-৫, আসছে জিপিএ-৪!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছর জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) জিপিএ-৫ পদ্ধতির পরিবর্তে জিপিএ-৪ কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর ফলে বাতিল হয়ে যাচ্ছে জিপিএ-৫। 

 

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

 

ডা. দীপু মনি বলেন, আমরা জিপিএ নিয়ে কাজ করছি, সারা দুনিয়াতে জিপিএ-৪ এর একটা ব্যাপার আছে, আর আমরা ধারাবাহিক মূল্যায়নের দিকে যাচ্ছি। হয়তো যে সমাপনী পরীক্ষাগুলো আছে, সেসব পরীক্ষাগুলোতে আমরা পুরো গ্রেডিং সিস্টেম তুলে দিয়ে আর কীভাবে মূল্যায়ন করতে পারি সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দিক নির্দেশনা আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

 

মন্ত্রী বলেন, আমরা বলেছিলাম এ বছর করতে পারি কি না। কিন্তু মনে হলো যে, এ বছর করতে গেলে অনেক বেশি তাড়াহুড়ো হবে। তাড়াহুড়ো করে একটা বিষয় পরিবর্তন করা বোধ হয় সমীচীন হবে না। আমরা পুরোটা বিশ্লেষণ করে দেখি। আমরা হয়তো আগামী বছর থেকে শুরু করবো আশা করছি।

 

শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। এটা মাথা থেকে বের করে দেয়া উচিত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর