• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে বিজিবি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

রৌমারী সীমান্তে  সেলিম মিয়া (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও মাহআলম শেখ (২০) নামের ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করা হয়। 

 

তারা গত ১৬ অক্টোবর সাহেবের আলগা সীমান্ত ১০৫২ মেইন পিলার দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। আটককৃত যুবকরা এলোপাতারী ভাবে ঘুরা ফেরায় সন্দেহ হলে গোয়েন্দা শাখার (বিআইপি) ও  বিজিবি’র সদস্য যৌথ অভিযানে তাদেরকে আটক করেন।

 

আটক ৩ যুবক ভারতের হাটশিংঙ্গিমারী জেলার দক্ষিণ শারমারা থানার কানাইমারা গ্রামের নুর ইসলামের ছেলে সেলিম, আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ও  সানোয়ার হোসেনের ছেলে মাহআলম।

 

এ বিষয়ে বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলেন, তারা সকলেই গরু ব্যবসায়ী। ব্যবসার সুত্র ধরেই অবৈধ ভাবে বাংলদেশে অনুপ্রবেশ করেছে। জিজ্ঞাসাবাদের পর ৩ জনকেই রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর