• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারী সীমান্তে ভারতীয় ৫টি মহিষ আটক!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক মেইন পিলার ১০৭২ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বালিয়ামারী বিজিবি সদস্যরা এসব মহিষ আটক করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

এব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিওপি’র সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহল দল ৫টি ভারতীয় মহিষ আটক করে। 

 

৫টি মহিষের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি। আটক মহিষগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর