• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে করোনা প্রতিরোধে গ্রাম কমিটির প্রচার অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ মে ২০২০  

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গ্রাম কমিটির  জনসচেতনতামুলক প্রচার অভিযান চালানো হচ্ছে। 

 

২৪ মে (রবিবার) সকাল থেকে সারাদিন ব্যাপি  উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নওদাপাড়া ও চান্দারচর গ্রামের এ সচেতনতামুলক আলোচনা করা হয়। ওয়ার্ড কমিটির সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ ও আব্দুর ছবুরের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সকল মানুষকে করোনা ভাইরাসের সুফল ও কুফল বিষয় নিয়ে সচেতন করা হয়েছে। 

 

নওদাপাড়া ও চান্দারচর গ্রাম কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ, আব্দুর সবুর ফক্কু, আব্দুর রশিদ মন্টু, শফিকুল ইসলাম, মজাহার ইসলাম, জিয়াউর রহমান, মাইদুল ইসলাম, তোজাম্মেল হক বাবু, মইন উদ্দিন, লাবু মিয়া, রিয়াজ আহমেদ, সাকিরুল ইসলাম, শামিম মিয়া বিপ্লব, মামুন মিয়া, বিদুৎ মিয়া ও বিপ্লব মিয়া।

 

বক্তারা গ্রামবাসিকে বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নিজ বাড়িতে আসা সকল আত্ময়-স্বজনকে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে সামাজিক দুরত্ব রেখে চলাফেরা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়াসহ নানা বিষয়ে সচেতনতা মুলক পরামর্শ দেওয়া হচ্ছে। 

 

এ এলাকায় যাতে কোন ব্যক্তি করোনা রোগে আক্রান্তহ না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি স্বাভাবিক না আসা পর্যন্ত এই গ্রাম কমিটির কার্যক্রম অব্যাহত থাকার অঙ্গিকার করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর