• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে জোরকরে জমি দখলের অভিযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের রৌমারীতে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়াগ্রামে । এব্যাপারে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

অভিযোগকারি দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়া গ্রামের আবু হানিফ (চিশতী)’র ছেলে বেলাল হোসেন বলেন, মৌজা: কাউনিয়ার চর, জেল নং ৫, খতিয়ান নং ২০৫৬, দাগ নং ৪৯২, জমি ৪০ শতাংশ, খতিয়ান নং ৪২১, দাগ নং ৪৯২, জমি ৪৯ শতাংশ এর দুই দাগে মোট ৮৯ শতাংশ জমি আমার বাবা ক্রয় সূত্রে নাম খারিজ খাজনা দিয়ারা রেকর্ড আমার বাবার নামে রহিয়াছে। উক্ত জমি আমার বাবা ও আমরা ভোগ দখল করিয়া আসিতেছি। এমতাবস্তায় গত শুক্রবার আমার বাবা  গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরলে তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেন্টাল ক্লিনিকে নিয়ে যাই। এই সুযোগে আমি ও আমার বাবা বাড়িতে না থাকায় একই গ্রামের মৃত-আব্দুস ছালামের ছেলে হায়দার আলী,তার ভাই হাকিম মিয়া, ছেলে আলমগীর হোসেন, স্ত্রী আনজুয়ারা, মা হালিমা খাতুন আমাদের জমিতে জোর পূর্বক বাঁশ, খুটি দিয়ে ১টি পাট খড়ির ছাউনি তুলার চেষ্টা করে। এসময় আমার ভাই দুলাল হোসেন, আমার ভগ্নিপতি আফতার হোসেন এবং মুকুল মিয়া খবর পেয়ে বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্র ও লাঠি হাতে  তাদেরকে মারার জন্য ছুটে আসে। প্রাণের ভয়ে তারা সেখান থেকে চলে আসে। পরের দিন বাড়িতে এসে পরিবারের লোকজনের মুখে ঘটনা শুনি। 

 

এ ব্যাপারে বেলাল হোসেন বাদি হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এবিষয় রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি সরে জমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর