• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

রৌমারীতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির খাদ্যসামগ্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলার জন্য জনসচেতনতার বিকল্প নেই। কুড়িগ্রাম জেলার রৌমারীতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয় । 

 

বৃহস্পতিবার (২এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে ও অটোবাইক ষ্টানে সংগঠনের হতদরিদ্র সদস্যদের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে খাদ্য বিতরণ করা হয়েছে। 

 

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শাহীন মিয়া, সাধারন সম্পাদক রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক মেহের বাদশাহ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম , কায্যকারী সদস্য লিটন মিয়া, সদস্য আলম, জামাল মিয়া, আশরাফুলসহ আরো অনেকেই। যানবাহন দুই সপ্তাহ থেকে বন্ধ থাকায় কর্মহীন ও অর্থ সংকটে পড়েছে তারা। 

 

করোনাভাইরাস নিয়ে সতর্কতায় কারো বাড়িতে না গিয়ে নিজেরাই রয়েছেন হোম কোয়ারেন্টিনে। দিন কাটছে নিদারুণ অর্থ ও খাদ্য কষ্টে। ঠিক সেই সময় তাদের কথা ভেবে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে চাউল , ডাল, সাবান, আলু বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। 

 

বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি নুরুল আজম বাবু ও সাধারন সম্পাদক রোস্তম আলী বলেন, সরকারের সকল নির্দেশনা আমরা মেনে চলছি। কিন্তুু দুই সাপ্তাহ থেকে সকল অটোবাইক গাড়ি বন্ধ থাকায় অর্থ সংকটে পড়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী দরিদ্র শ্রমিকদের কাছে খাদ্য বিতরণ করেছি। তবে সরকারের পক্ষ থেকে সহযোগীতা পেলে আমরা উপকৃত হবো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর