• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে বিশ্ব্ হাত ধোয়া দিবস উদযাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

“উন্নত স্যানিটেমন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে হাত  ধোয়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এছাড়াও ফ্রেন্ডশিপ, আরএসডিএ, সলিডারিটি ও সঙ্গঁ প্রকল্প অংশ গ্রহণ করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল সেকবর আলী, সঙ্গ প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর নুর ইসলাম ও সুজিত কুমার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএসডিএ’র পরিচালক আশরাফুল ইসলাম। 

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের রৌমারীর উপসহকারি সেকবর আলী বলেন, স্যনিটেশন আন্দোলনের ফলে গ্রামে ইউনিয়নে, উপজেলা পর্যায় ল্যাট্রিন ব্যবহারকারির সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসম্মত  স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনই নিরাপদ থাকতে পারবো না। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নিদিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা আমার আপনার সকলের। তাই পরিবেশটা সুন্দর করার দায়িত্ব আমার আপনার।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর