• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে যুব কর্মসংস্থান বিষয়ে সংলাপ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

কুড়িগ্রামের রৌমারীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পে স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার (১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়ক মনির হোসেন এর সঞ্চালনায় এ সংলাপ অনুষ্ঠান হয়।

 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, শাহরিয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা, আহসান হাবিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, একরামুল হক উপজেলা সমবায় কর্মকর্তা, রেজাউল ইসলাম মিনু সাধারন সম্পাদক উপজেলা আ‘লীগ, প্রদীপ কুমার সাহা সভাপতি উপজেলা বনিক সমিতি, নজরুল ইসলাম যুগ্ম- সাধারন সম্পাদক উপজেলা আ‘লীগ, মোস্তাফিজুর রহমান রবিন ক্রীড়া বিষয়ক সম্পাদক উপজেলা আ‘লীগ, আলহাজ্ব মো: জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি উপজেলা শ্রমিক লীগ, আব্দুস সামাদ সহকারি অধ্যাপক রৌমারী মহিলা ডিগ্রী কলেজ, রেজাউল করিম রেজা বন্দবেড় ইউপি সদস্য, ছাইফুর রহমান নির্বাহী পরিচালক আর এস ডি এ, মাহতাব হোসেন পলাশ ব্যবসায়ী, চান মিয়া প্রভাষক দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজ, সাংবাদিক এস এম সাদিক হোসেন ভোলা, আমির হোসেনসহ আরো অনেকেই। সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়ক মনির হোসেন

এসময় সংলাপে বক্তারা বলেন, মহিলাদের পাশা পাশি যুবকদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা চালাতে হবে । তাহলে আমরা অতি তাড়াতাড়ি সাফল্যের দার প্রান্তে পৌঁছাতে পারবো। বেকারত্ব দুর করতে হলে যুবকদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা দিতে হবে বলে মনে করেন অনেকেই। বর্তমানে চরাঞ্চলে অনেক যুবক প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। যার ফলে দেশে অনেক বেকারত্ব কমেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর