• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীর ৬টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

“বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চত হোক দেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে ঘিরে সারাদেশের ন্যায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ একযোগে উপজেলার ছয়টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ১০ দিকে রৌমারী সি,জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে রৌমারী বিট পুলিশিং উপজেলা সভাপতি সহকরি পুুুলিশ সুপার (সার্কেল) এ.এইচ মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

 

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশ সমাবেশে বক্তারা বলেন, পুরুষদের কাছে নারীরা সম্মানীত হলে কুমন্ত্রণা থেকে পুরুষ বেড়িয়ে আসলে ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটবেনা। পুরুষ জাতি যদি বিবেগবান হয় তাহলে জঘন্যতম এই ধর্ষণ ও নারী নির্যাতন হবেনা আমাদের আচরণ একে অপরের সাথে ভাই বোন সম্পর্ক হওয়া দরকার।      

 

উক্ত বিট  পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন, বিট পুলিশিং সভাপতি এ.এইচ মাহফুজুুর রহমান সহকারি পুলিশ  সুপার (সার্কেল) রৌমারী, শেখ আব্দুল্লাহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোলাম ফেরদৌস রৌমারী সহকারি (ভ‚মি) কমিশনার, আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম ওসি রৌমারী থানা, মোন্তাছের বিল্লাহ তদন্ত ওসি, মাহমুদা আক্তার স্মৃতি মহিলা ভাইস চেয়ারম্যান রৌমারী উপজেলা পরিষদ, শহিদুল ইসলাম শালু চেয়ারম্যান রৌমারী সদর ইউনিয়ন, সামিউল ইসলাম জীবন অধ্যক্ষ রৌমারী সরকারি ডিগ্রি কলেজ, আবু হোরায়রা প্রধান শিক্ষক রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুল কাদের সরকার বীর মুক্তিযোদ্ধা ও আজিজুর রহমান, হারুন অর রশিদ সভাপতি আওয়ামী যুবলীগ রৌমারী, মোস্তাফিজুর রহমান তারা সভাপতি উপজেলা প্রেসক্লাব রৌমারী, এসএম মোমেন সাধারন সম্পাদক গণকমিটি। এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে বিট অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, এসআই আব্দুল মতিন, লিটন মিয়া, তুহিন, রফিক, আনোয়ার, একরামুল হক।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর