• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

লকডাউন বাস্তবায়নে দেওয়ানগঞ্জ পৌর শহরে পুলিশের কঠোর অবস্থান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

‘মাস্ক পরিধান করুন, করোনা থেকে বাঁচুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ৪র্থ দিন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহর ও প্রধান, প্রধান সড়কগুলো পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে থাকায় জনসাধারণ ও যানবাহন চলাচল বন্ধ থাকায় ফাঁকা রয়েছে পৌর শহর।

১৭ এপ্রিল সকাল থেকে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে টহল ও পুলিশ মোতায়েন থাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে এবং বিনা কারণে জনসাধারণকে বাইরে ঘোরাফেরা করতে নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষের মাঝে মাস্কও বিতরণ করেন তিনি।

ওসি মহাম্মদ মহব্বত কবীর জানান, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি থাকায় সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে সারাদেশের মতো দেওয়ানগঞ্জেও কঠিন পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রসাশন।

অভিযান পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, ওসি (তদন্ত) মনিবুর রহমানসহ সকল এসআই, এএসআই ও কন্সটেবল উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর