• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে বৃক্ষরোপন অভিযানে শুভসংঘের বন্ধুরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

গাছপালা ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণ অসম্ভব। প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান বৃক্ষরাজি মানবজাতির অবহেলায় হারিয়ে যেতে বসেছে। পর্যাপ্ত বৃক্ষরোপনের মাধমে পৃথিবী ফিরে পেতে পারে তার স্বাভাবিক সৌন্দর্য্য।

 

তাই শুভ কাজে সবার পাশে এই শ্লোগান নিয়ে কালের কন্ঠের পাঠক সংগঠন বগুড়ার ধুনট উপজেলার শুভসংঘের বন্ধুরা উদ্যোগ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির। সোমবার উপজেলার পিরহাটি উচ্চ বিদ্যালয়ে চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে।  

 

শুভ সংঘের এমন মহতী উদ্যেগের কারনেই বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। 

 

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘ ধুনট উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের ধুনট প্রতিনিধি রফিকুল আলম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ামর‌্যান হারুন-অর-রশিদ সেলিম, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শুভসংঘ ধুনট উপজেলা শাখার সভাপতি রেজাউল হক মিন্টু, সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আকতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল মল্লিক, সদস্য শিথিলা খাতুন সেতু, মেহেদি হাসান বাপ্পা, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীব্দৃ।

 

উল্লেখ্য শুভসংঘের বন্ধুদের এ আয়োজনের উদ্দেশ্য শুধু গাছের চারা রোপন করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে ছাত্র সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে। এ আয়োজনের সাথে সম্পৃক্ত দশজন শিক্ষার্থী যদি তার নিজের বাড়ি, বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। মূলত এটাই শুভ সংঘের লক্ষ্য। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ সচেতনতা কিংবা বৃক্ষের প্রতি দরদ তৈরী করাই শুভ সংঘের মূল উদ্দেশ্য।

 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর