• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

লাদাখ সীমান্ত নিয়ে মন খারাপ নরেন্দ্র মোদির: জানালেন ট্রাম্প

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২০  

লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন-মেজাজ ভালো নেই বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

 

ভারত ও চীনের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে ট্রাম্প চিন্তিত কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি বড় বিরোধ চলছে। প্রতিটি দেশে এক দশমিক ৪ বিলিয়ন মানুষ বাস করে। দুটি দেশে খুব শক্তিশালী মিলিটারি দল আছে। দুই দেশের মধ্যকার এই বিবাদে ভারত খুশি নয়। সম্ভবত চীনও এতে খুশি নয়।

 

তিনি আরো বলেন, আমি আপনাদের প্রধানমন্ত্রীকে পছন্দ করি। তিনি একজন ভদ্রলোক। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। চীনের সঙ্গে এমন পরিস্থিতির কারণে তার মন ভালো নেই।

 

এর আগে গত বুধবার ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করার টুইটারে প্রস্তাব জানান ট্রাম্প। টুইটে তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে যে বিরোধ চলছে সে বিষয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি উভয় দেশকে জানানো হয়েছে। এছাড়া এ কাজে তাদের ইচ্ছা ও সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর