• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

লোহাগাড়ায় গ্রাম আদালতের প্রশিক্ষণ সম্পন্ন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে ২দিন ব্যাপী গ্রাম আদালতের রিফ্রেশার্ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উক্ত সমাপনী দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। গ্রাম আদালত প্রকল্পভুক্ত ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ২দিন ব্যপী প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে ইউএনও তৌছিফ আহমেদ বলেন, “স্থানীয় ছোট খাটো বিরোধ-বিবাদ সহজে এবং স্বল্প সময়ে নিস্পত্তির লক্ষ্যে সরকার গ্রাম আদালত প্রকল্প চালু করেছে। দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, ইউরোপিয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রাম আদালতের সুফল পেতে হলে গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলকে কাজ করতে হবে। গ্রাম আদালত সেবা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে”।

 

প্রশিক্ষনে বিভিন্ন সেশন পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ইউএনডিপি) উজ্জ্বল কুমার দাশ চৌধুরী, মিসেস অঞ্জনা ভট্টাচার্য্য ‍উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম, সালেহ আহমদ চৌধুরী, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম, চট্টগ্রাম-মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলম

 

উল্লেখ্য ২দিন ব্যাপী চলমান রিফ্রেশার্স প্রশিক্ষনে ৩ টি ব্যাচে লোহাগাড়া উপজেলার প্রকল্পভুক্ত ৬টি ইউনিয়ন (পদুয়া, চরম্বা, বড়হাতিয়া, কলাউজান, আধুনগর, চুনতি) এর ৬২ জন ইউ.পি সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর