• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শত ব্যস্ততা থাকলেও নাতিদের নিয়মিত কুরআন শেখান এরদোগান!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। যিনি একজন কুরআনের হাফেজ। শুধু তাই নয়, বর্তমানে পৃথিবীতে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি একাধারে  প্রেসিডেন্ট এবং পবিত্র কুরআনে হাফেজ। পার্লামেন্টে মাঝে মাঝেই তিনি নামাজের ইমামতি করেন এবং তুরস্কে অনেক মসজিদে  ইমামতিও করেছেন।

 

প্রেসিডেন্টের উদ্যোগে প্রতি বছর কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এতে বিশ্বের অনেক হাফেজই অংশগ্রহণ করে থাকেন। পবিত্র হজও পালন করেছেন তিনি। তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

 

এবার তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক শুক্রবার এরদোগান এবং তার নাতীর একটি ছবি ছাপিয়েছে। সেখানে দেখা যাচ্ছে-  সামান্য অবসর সময়েও এরদোগান তার নাতীকে কুরআন শিখাচ্ছেন।

 

গভীর রাতে কিংবা একদম ভোরে হয়তো কিছুটা সময় মিলে তাঁর। যে সময়টা উনি পরিবারের সঙ্গে কাটান। আর সময়ে পেলেই এরদোগান  নাতীকে কুরআন শিখাচ্ছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর