• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শরীর পবিত্র না থাকলে আল্লাহর জিকির করা যাবে কি?

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

আল্লাহর জিকির-আজকার করা এমন এক প্রশংসনীয় ইবাদত, যা সবসময় সর্বাবস্থায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, অজু ছাড়াই করা যায়। সবসময় সর্বাবস্থায় জিকির-আজকার অজু ছাড়া জিকির-আজকার করায় কোনো দোষ বা সমস্যা নেই বরং এটি অত্যন্ত প্রশংসনীয় ভালো কাজ ও ইবাদত।  

আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। তবে নাপাক বা অপবিত্র অবস্থায় কোরআন পাঠে বাধা রয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ বলেছেন,

 

إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ١٩٠ ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ

 

“নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে।” (সূরা আলে ইমরান ১৯০-১৯১ আয়াত)

 

আরবি হাদিস:

 

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ. رواهُ مسلم

 

বাংলা অর্থ:

আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ‘আল্লাহর রাসূল (সা.) সর্বক্ষণ (সর্বাবস্থায়) আল্লাহর জিকির করতেন।’ (মুসলিম ৩৭৩, তিরমিযী ৩৩৮৪, আবূ দাউদ ১৮, ইবনু মাজাহ ৩০২, আহমাদ ২৩৮৮৯, ২৪৬৭৪, ২৫৮৪৪)। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর