• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

শিকড়ের টানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় রিংকু-ঐশি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সহিত একাডেমিক রেকর্ড রেখেছে এটি পুরো উপজেলা (থানা) এর অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। ১৯৫৭ সালে কতিপয় সচেতন অভিজাত ব্যক্তি জুনিয়র মাদ্রাসা থেকে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেছিলেন। ১৯৯৬ সালে এটি লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে রূপান্তরিত হয়।

 

৬২তম বর্ষপূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী  ১৭ জানুয়ারি। দিনব্যাপী অনুষ্ঠানে ৬২ বছরের প্রাচীন এই বিদ্যাপীঠের প্রায় তিন হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করার লক্ষ্যে ইতোমধ্যে অনলাইন ও অত্র বিদ্যালয়ে রেজিস্ট্রেশন শেষ হয়েছে গতকাল রাত ১২টা থেকে। পুনর্মিলনী পরিষদের আহবায়ক ডাঃ দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক জানান স্কুল প্রতিষ্ঠার ৬২ বছরের প্রথম পুনর্মিলনীতে প্রাক্তন প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী অংশ নেবে। এ লক্ষ্যে বিগত ১ বছরে কয়েক দফায় ঢাকায় সাধারণ সভার আয়োজন করা হয় এবং গত ২১ নভেম্বর ২০১৯ইং সর্বসম্মতিক্রমে এ কমিটি উপস্থাপন করা হয়- ডা. দেওয়ান মো: ইমদাদুল হক কে (১৯৮৩) আহ্বায়ক ও শাহেন শাহ মাহমুদকে (১৯৯৮) সদস্য সচিব করে নিম্ন উল্লেখিত সদস্য ও উপদেষ্টা গণকে নিয়ে  কমিটি গঠন করা হয়  ।

 

সদস্য: আবুল কাশেম ১৯৮২, মোঃ মজিবুল হক ১৯৮২, ফজলুল হক সরকার ১৯৮৩, আহসান উল্লাহ পাটোয়ারী ১৯৮৩, আব্দুল মালেক ১৯৮৩, প্রফেসর মিজানুর রহমান ১৯৮৪, তাপস কুমার সরকার ১৯৮৪, নুরুল ইসলাম হাকিম ১৯৮৪, মোঃ নূরুজ্জামান পাটোয়ারী ১৯৮৬, মোঃ মিজানুর রহমান ১৯৮৬, মোঃ ফারুকুল ইসলাম ১৯৮৭, মোঃ ওবায়েদ উল্লাহ্ ১৯৮৭, মোঃ মজিবুল হক ১৯৮৭, মোঃ রিয়াজ মাহমুদ খান ১৯৮৭, মোঃ কামরুজ্জামান ১৯৮৯, মোঃ তোফায়েল আহাম্মদ ১৯৮৯, জাকিয়া সুলতানা ১৯৯১, নূর মোহাম্মদ ১৯৯২, রিয়াজ রহমান। ছাত্রী-৫ জন।

 

উপদেষ্টা: জনাব ছালামত উল্লাহ, জনাব আলী আজগর খান, জনাব লে. কর্ণেল (অব:) আব্দুল গফুর দেওয়ান, জনাবা লে. কর্ণেল (অব:) ডা: সুফিয়া খানম, জনাব কাজী রফিক, জনাব ইঞ্জিঃ নাসির, জনাব ইঞ্জিঃ আব্দুল কাইয়ুম, জনাব তমিজ উদ্দিন, জনাব আহম্মদ খান, জনাব ওহিদ উল্লাহ সরকার, ডা: ইসমাইল ফারুক, মীর ছাইফুল্লাহ আল খালেদ, জনাব বিল্লাল হোসেন, জনাব জালাল উদ্দিন, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। রেজিষ্ট্রেশন: ২৫শে নভেম্বর থেকে ০৫ শে জানুয়ারী ২০২০ইং পর্যন্ত নির্ধারন করেন যা ফলস্বরূপ গতকাল রাতে রেজিষ্টেশনের সময় শেষ হয়।, রেজিষ্ট্রেশন ফি: জনপ্রতি ৫০০/-।

 

৬২তম বর্ষপূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে গর্বের বিষয় এটা লুধুয়াবাসী লুধুয়া হাই স্কুলের একটি থিম সং করা হয় যা আমাদের লুধুয়ার সন্তান প্রাক্তন শিক্ষার্থী রবিউল আউয়াল (২০০৩) ব্যাচের ব্যবসায় শাখার ছাত্র। বর্তমান সময়ে খুবই আলোচিত গীতিকারদের মধ্যে রবিউল আউয়াল একজন। যার লিখা গান পাকিস্থানী কন্ঠশিল্পী রাহাত ফাতেহ আলী খান এবং সালমান আশরাফ ও দেশের অন্যান্য শিল্পীরা তার লিখা গান করেন। “ শিকড়ের টানে শিরোনামে লুধুয়া হাই স্কুলের থিম সং যার কন্ঠ দিয়েছেন সময়ের আলোচিত কন্ঠশিল্পী পরান সুফী, সংগীতায়োজন করেন রোজেন ।

 

দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি শিল্পী আসছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা (ঐশি), রিংকু ও হাসানসহ দেশের অন্যান্য শিল্পীরা ।চাদঁপুর মতলবের বহুগুনী শিল্পী গীতিকার সুরকার রয়েছে যাদের নাম না বললেই নয়, গীতিকার কবির বকুল, সুরকার মুরাদ নূর, দিনাত জাহান মুন্নি, রবিউল আউয়াল, আল আমিন (মিউজিক ডিরেক্টর)সহ বহু গুনি মানুষ সংগীত জগতে রয়েছে যারা বর্তমানে সফলতার সহিত কাজের মাধ্যমে  এগিয়ে যাচ্ছে সংগীত জগত।

 

কন্ঠযোদ্ধা ঐশি খুবই উৎসাহিত কারন তিনিও কুমিল্লার মেয়ে (নোয়াখালি) আর চাঁদপুর খু্বই পাশাপাশি শহর।সেখানে আসবে আনন্দটা একটু বেশিই কাজ করে এমনটাই জানালেন।সম্প্রতি ষ্টেশন টু গানটি করে খুবই প্রংশসায় ভাসছে যার সুরকার মতলবের কৃতিসন্তান মুরাদ নূর।সামনে ঐশির একটি অ্যালবাম আসছে ‘‘ঐশি এক্সপ্রেস-টু’’ এ্যালবামের ছয় থেকে দশটি গানে সীমাবদ্ধ রাখার চিন্তাভাবনা করছেন এমনটাই জানান ঐশির বাবা আব্দুল মান্নান সাহেব। দেশের জনপ্রিয় গীতিকার সুরকার ও সংগীতায়োজনে মাধ্যমে আসছে ঐশি এক্সপ্রেস টু । তিনি তার মেয়েকে সফলতার উচ্চশিখরে দেখতে চান। বর্তমানে ঐশি শমরিতা মেডিকেল কলেজে অধ্যায়নরত ছাত্রী। 

 

দিল কি দয়া হয় না এবং তুমি চোখ মেলে তাকালে   অন্যতম সফল গান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে, তিনি ভারতীয় বেতারের লেবেল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন এবং সবচেয়ে কম বয়সী বাংলাদেশি গায়ক হিসাবে পরিচিত হয়েছিলেন। ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী জন্য মনোনীত চলচ্চিত্র চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর