• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শিগগিরই দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

কিছুদিন আগেই শেষ হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুতিয়াখালীতে ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কাজ। দেশের সবেচেয় বড় এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে চলতি মাসেই শুরু হবে পরীক্ষামূলক উৎপাদন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ। 

 

বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচ ডি এফ সি সিন পাওয়ার লিমিটেড ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুতিয়াখালীতে ১৭৪ একর জমির ওপর ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে অফিস ভবন, ব্রহ্মপুত্র নদ শাসন বাঁধ, কাঁটাতারের বেড়া নির্মাণ, এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সোলার প্লেট বসানো, ১০টি বক্স ট্রান্সমিশনে সংযোগ প্রদান, সাব-স্টেশনসহ ১৩২ কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালীতে জাতীয় গ্রিড লাইন পর্যন্ত পাঁচ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপন এবং এক কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

 

প্রকল্প পরিচালক পিডিবির নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, এখন ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিংয়ের পর পরীক্ষামূলক সৌর বিদ্যুৎ উৎপাদন শুরু এবং গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

 

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী, দেশে ব্যবহৃত বিদ্যুতের শতকরা ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে সুতিয়াখালির এই সৌর বিদ্যুৎ প্রকল্প মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর