• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সব হাসপাতালেই রোগী ভর্তি করা যাবে: স্বাস্থ্য অধিদপ্তর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

সারা দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর বেশিরভাগ সাধারণ ও আইসিইউ শয্যা খালি রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

শুক্রবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এখনও অনেক হাসপাতাল শয্যা খালি আছে।

“সব হাসপাতালেই রোগী ভর্তি হতে পারবেন। কারণ অনেক শয্যা এখনও খালি আছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশেন সেন্টার ও কন্ট্রোল রুমের শুক্রবারের তথ্য দেখা গেছে, ঢাকাসহ সারা দেশের ২৯টি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ১৩ হাজার ৩৯৩টি সাধারণ এবং ৩৯৩টি আইসিইউ শয্যা রয়েছে।

করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত 

শুক্রবার সাধারণ শয্যায় ৪ হাজার ৭৬৪ জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি ছিল ১৮৩ জন।


শতাংশের হিসাবে সাধারণ শয্যার ৩৪ দশমিক ৬১ শতাংশে রোগী ভর্তি আছে। বাকি ৬৫ দশমিক ৩৮ শতাংশ শয্যা খালি। ৪৬ দশমিক ৫৬ শতাংশ আইসিইউ শয্যায় রোগী ভর্তি থাকার বিপরীতে খালি শয্যা ৫৩ দশমিক ৪৩ শতাংশ।

ঢাকা মহানগরের ১৭টি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ৫ হাজার ৮৮৬টি সাধারণ শয্যার মধ্যে ২৪৪৮টিতে রোগী ভর্তি আছে। ১৯৪টি আইসিইউ শয্যার মধ্যে রোগী আছে ৯৭ জন।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬১ জনের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর