• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

“শেখ হাসিনার লক্ষ্য জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০  

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রতিটি জায়গায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশের কোন মানুষ চিকিৎসার অভাবে যেন মুত্যু বরণ না করেন। আওয়ামী লীগ জনগণের দল তাই জনগণের সেবা করাই আমাদের কাজ।

৪ ডিসেম্বর দুপুরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল মিলনায়তনে ৬০ জন সব নিযুক্ত পেইড পিয়ার ভলান্টিয়ারের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। এই সার্ভিসের মাধ্যমে ৬০ জনের কর্মসংস্থান হলো। প্রশিক্ষণ নিয়ে এরাই গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মা ও নবজাতকদের খোঁজ রাখবে। প্রয়োজন মাফিক চিকিৎসা সহায়তাও দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল হাসপাতালগুলোকে আধুনিক মানের উন্নতি করে দিচ্ছেন। যাতে সকল মানুষ সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পেতে পারেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) চিকিৎসক সাজদা-ই-জান্নাত, ওডিপি, এমসিসি, এফডিপিএফ ঢাকার সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী রফিকুল হক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা এমও (এফসিএইচএফপি) চিকিৎসক অজিত কুমার সাহা প্রমুখ।

এদিকে এদিন বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্প এর আওতায় সরিষাবাড়ী উপজেলার ২৯৫টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর