• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

বৈচিত্র বহুত্বের ঐক্যতানে, এসো মিলি একপ্রাণে- এই  শ্লোগানে শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে বৃহস্পতিবার রাতে শহরের নবীনগরে প্রথমবারের মত ভিন্নধর্মী এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

 

জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান প্রমূখ। এসময় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ¯্রােতে মিশে একসাথে দেশের উন্নয়নে কাজে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।  

 

অনুষ্ঠানে সীমান্তবর্তী শেরপুর জেলার হিন্দু, গারো, হাজং, কোচ, হদি, বানাই, হিজড়া (তৃতীয় লিঙ্গ) সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতির উপর গান, নাচ ও নাটিকা প্রদর্শন করেন। পরে উদীচি শেরপুরের অংশগ্রহণে নাটক ‘জনঐক্যের মহাপ্রয়াণ’ মঞ্চস্থ হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর