• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শ্রীবরদীতে জরুরি সাড়াদান কর্মসূচীর উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ মে ২০২০  

“করোনায় আতংক নয়, সচেতনতা চাই” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জরুরি সাড়াদান নামে একটি কর্মসূচীর উদ্বোধন হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে করোনা ভাইরাস সৃষ্ট মহামারী দুর্যোগে কারিতাসের বাস্তবায়নে স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের অধীনে জীবিকায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কারিতাস অফিস মাঠে ছোট পরিসরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন দীঘলাকোনা ধর্মপল্লীর ফাদার শেখর রিচার্ড পেরেরা। 

সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন সিংগাবরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান লেবানুস ¤্রং, ইউপি সদস্য সুরুজ আলীসহ সুফল-২ প্রকল্পের স্থানীয় কর্মরত মাঠকর্মীসহ গণ্যমান্য ব্যাক্তিরা। 

পরে সুফল-২ প্রকল্পের আওতায় বাবেলাকোনা, হারিয়াকোনা, চান্দাপাড়া ও মেঘাদলসহ কয়েকটি গ্রামে করোনার প্রভাবে জীবিকায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ৭৫ জন সদস্যর হাতে ১ হাজার ৬শ করে টাকা প্রদান করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু বলেন, সুফল-২ প্রকল্পের সহায়তায় আদিবাসীসহ এলাকার অতিদরিদ্ররা আর্থিক সুবিধা পেল। এভাবে এ কর্মসূচী বাস্তবায়ন হলে এলাকার আরো অনেক অতিদরিদ্র লোক সহায়তা পাবে। এ জন্য এ প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষকে সু-দৃষ্টি দেয়ারও অনুরোধ জানান তিনি। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর