• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

সখীপুরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।

আদালত জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া ছাপড়া গ্রামের সোহেল রানার মেয়ে বিথী আক্তারের (১৬) সাথে তক্তারচালা গ্রামের এক ছেলের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। ঘটনার সততা পাওয়া মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়েটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে যায়। আমাদের যাওয়ার বিষয়টি ছেলে পক্ষের লোকজন খবর পেলে তাদের পাওয়া যায়নি। পরে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর