• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সমাজের শান্তি প্রতিষ্ঠার ভূমিকায় গ্রাম আদালত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

গ্রামীন ছোট খাটো বিরোধ নিস্পত্তি সমাজের শান্তি প্রতিষ্ঠার ভ’মিকায় গ্রাম আদালত অগ্রনী ভ’মিকা রাখছে বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম আদালতের দশদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন । তিনি আরো বলেন গ্রামের শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করতে গ্রাম আদালত প্রতি নিয়তই কাজ করে যাচ্ছে। মানুষকে সম্পদে রূপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। গ্রাম আদালত আইন ও বিধি,শুদ্ধাচার,মুল্যবোধ,সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সাধারণ জনগণ সঠিক বিচার পেতে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেন। 

 

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনাতয়নে ১২টি ইউনিয়নের সদস্যদের নিয়ে দশদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয়।

 

বৃহস্পতিবার উপজেলার বেলগাছা ইউনিয়ন ও চর গোয়ালীনি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন ।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর