• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সমুদ্রের ফেনা পরিমান গুনাহ মাফের তাসবিহ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বাকি সকল কিছু আল্লাহ তায়ালা মানুষের সেবার জন্য তৈরী করেছেন। এটা মানবজাতি জেনে শুনে বা ভুল করে আল্লাহর দেখানো সঠিক রাস্তায় না চলে, ভিন্ন পথে চলে থাকে। ফলে তাদের আমলনামায় জড়ো হতে থাকে অনেক পাপ। এই সকল  পাপ থেকে মুক্তি পেতে যে ব্যক্তি প্রত্যেক (ফরজ) নামাজের পর-

৩৩ বার সুবহান'আল্লাহ

৩৩ বার আলহামদুলিল্লাহ

৩৩ বার আল্লাহুআকবার এবং একশত পূর্ণ করতে: লা ইলা হা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকালাহু লাহুল মূলক অলাহুল হামদ অহুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদীর, পড়বে তার গুনাহ মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। (রিয়াদুস সলেহিন:- ১৪২৭)।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর