• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পৌর এলাকার আরামনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ জানান, অভিযানে আরামনগর বাজারে জহুরুল ইসলামের চাউলের দোকানে পলিথিন ব্যাগ ব্যবহারের দায়ে পরিবেশ সংরক্ষিত আইন ২০১০ এর (ক) ধারায় ৩ হাজার টাকা ও নজরুল ইসলামের ওষুধের দোকানে সনদ না থাকায় মৎস ও পশুখাদ্য আইন ২০২০ এর ২০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মাংস বিক্রেতাদের ডেকে সকল আইন মেনে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়। সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে মূল্যতালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর