• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে জাতির পিতার সমাধিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

সরিষাবাড়ীতে আন্তঃজেলা অটোবাইক ছিনতাইকারী আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তঃজেলা সংঘবদ্ধ অটোবাইক ছিনতাই চক্রের সদস্য মোশারফ মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ। ২৬ অক্টোবর রাতে উপজেলার পৌর এলাকার সাতপোয়া শহর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায, মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর এলাকার আব্দুল রাজ্জাক মন্ডলের ছেলে মো. মোশারফ মিয়া। আটক মোশারফসহ পাঁচ ছিনতাইকারী সাতপোয়া উদয়ন মোড় এলাকায় যাবার কথা বলে পৌর এলাকার রানী দি মনি পাইলট মডেল স্কুল সংলগ্ন প্রধান সড়ক থেকে একটি অটোবাইক ভাড়া করে। পথে মধ্যে সাবেক এমপি মন্জুর বাড়ির সামনে ফাঁকা জায়গায় অটোবাইকচালক রাশেদ মিয়াকে গাড়ি থামাতে বলে। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা চালককে গলায় ছুরি ধরে অটোবাইক ছিনতাই করার চেষ্টা করে। এসময় চালক ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে একজনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ছিনতাইকারীকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে ২৬ অক্টোবর রাতে জানান, সংঘবদ্ধ ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রযেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর