• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে এতিমদের মাঝে মেয়রের সঞ্চায়িত টাকা বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

“এতিমদের কে দান করুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের কার্যালয়ের টেবিলে রক্ষিত মাটির ব্যাংকের অর্থ করোনা ভাইরাসের প্রার্দূভাবে এবং রমজানে সহায়ক হিসেবে কাজে লাগাতে মাটির ব্যাংকটি ভাঙ্গা হয়েছে।

 

রবিবার দুপুরে সরিষাবাড়ী পৌর সভার মেয়র এর কার্যালয়ের মাটির ব্যাংকে সঞ্চায়িত টাকা এতিম খানার ১৪ জন এতিমদের মাঝে সমভাবে বন্টনের জন্য ১১হাজার ৬শ’৭৩ টাকা হস্তান্তর করা হয়েছে।

 

সরিষাবাড়ী পৌর সভার মেয়র ও এতিমদের জন্য তহবিল গঠন“মাটির ব্যাংক”এর উদ্যোক্তা রুকুনুজ্জামান রোকন সরিষাবাড়ী শিশু সদন মাইজবাড়ীর সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম এর নিকট নগদ অর্থ হস্তান্তর করেন।

 

এ সময় পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার,সাবেক পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,কাউন্সিলর নুরুল ইসলাম,আব্দুস সাত্তার সরকার,ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর সভার মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন,গত আড়াই মাস পূর্বে এতিমদের কথা চিন্তা করে ব্যাক্তিগত উদ্যোগে আমার কার্যালয়ের টেবিলে এতিমদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের জন্য ব্যাক্তিগত ভাবে এবং দানশীলদের দৈনন্দিন মাটির ব্যাংকে ফেলানোর জন্য এ মাটির ব্যাংকটি স্থাপন করা হয়।

 

এ উদ্যোগটিতে যারা সাড়া দিয়েছেন তাদের নিকট চীরকৃতজ্ঞ এ জন্যই আজ এতিমা কিছু পেল। তাদের দোয়ায় আমাদের অনেক ব্যাক্তিগত ও দেশের দুর্যোগ কাটিয়ে উঠতে পারে।

 

তিনি আরও জানান,প্রশাসনের প্রতিটি দপ্তরে,রাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিদের এতিমদের পাশে দাড়াতে অর্থ সংগ্রহের জন্য সকলের কাছে “মাটির ব্যাংক” স্থাপন করার আহ্বান জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর